পাইকগাছায় স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি

পাইকগাছায় স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনা পানি কেন্দ্র অডিটোরিয়ামে পল্লী চিকিৎসকদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি এ কর্মশালার আয়োজন করে। 

সোসাইটির সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে ও প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ  এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উদ্বোধক অতিথি ছিলেন সোসাইটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ মাহবুবর রহমান। প্রধান আলোচক ছিলেন বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মোহাঃ শেখ শহীদ উল্লাহ। বিশেষ আলোচক ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার শাকিলা আফরোজ। 

বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত রফিকুল ইসলাম, সোসাইটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজু কুমার ঘোষ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা সহসভাপতি মাফিজুর রহমান, বিসিডিএস ডুমুরিয়ার সাধারণ সম্পাদক এমএ জলিল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। 

বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক জিএম খায়রুল আলম, আব্দুর রাজ্জাক বুলি, আলমুন হোসাইন, শেখ হেদায়েত আলী টুকু, অনুপ কুমার সাধু, শের আলী, রেজাউল করিম, নিত্যানন্দ কুমার মন্ডল, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, গোবিন্দ পাল, আব্দুল আজিজ ও সুকুমার সানা, দেবপ্রসাদ বাছাড়, আঃ সালাম সহ অন্যান্য পল্লী চিকিৎসক গণ। আলোচনা সভা শেষে সম্মানিত অতিথি বৃন্দ কে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

পাঠকের মন্তব্য