তারাকান্দায় বঙ্গবন্ধু জন্মদিন এবং জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত

কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজন
'স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন' শ্লোগানকে বুকে ধারণ করে ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষক কর্মকর্তা কামরুল ইসলাম, সঞ্জয় কুমার বনিক, তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবীর,স্কুল কমিটির সভাপতি সাইদুর রহমান খান ও অন্যান্য শিক্ষক এবং বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বৃন্দ।
পাঠকের মন্তব্য