ফরিদপুরে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

ফরিদপুরে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

ফরিদপুরে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

‘আপনার দৃষ্টি রক্ষা করুন, সুন্দর পৃথিবী উপভোগ করুন ’- এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে সচেতনতামুলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ শনিবার সকাল ৯ টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কলেজ ও হাসপাতাল প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ মোহসীন বেগ, বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট সহকারি অধ্যাপক ডাঃ রাহাত আনোয়ার চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের পরিচালক ডাঃ এনামুল হক, সুধা নেত্রনালয়ের পরিচালক ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, চক্ষু বিভাগের রেজিস্টার ডাঃ সাজ্জাদ হোসেন, চক্ষু বিভাগের সহকারি রেজিস্টার ডাঃ নাজমা সুলতানা প্রমুখ। 

ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, গ্লুকোমা চোখের একটি রোগ। ৪০ বছর হওয়ার পর থেকে এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আক্রান্ত হলে নিশ্চিত অন্ধত্ববরণ করতে হবে। এ থেকে রক্ষা পেতে সকলের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিৎ।

প্রসঙ্গত, ১২ মার্চ থেকে শুরু হওয়া গ্লকোমা সপ্তাহ শেষ হয়েছে ১৮ মার্চ। এ সপ্তাহ উপলক্ষে সারাদেশে সচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

   


পাঠকের মন্তব্য