তারাকান্দার বকশীমুল কলেজের সাইনবোর্ড উদ্বোধন অনুষ্ঠান 

তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক

তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক

ময়মনসিংহের তারাকান্দা বক্শীমুল কলেজের সাইনবোর্ড (স্থাপন) উদ্বোধন উপলক্ষে কলেজ মাঠে মতবিনিময় সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

কলেজ কমিটির সভাপতি ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) সালমা আক্তার কাকন, জমিদাতার ছেলে এড. আব্দুল হালিম, সাবেক দাতা সদস্য হাবিবুর রহমান আকন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজমুল হক ও শিক্ষক সাইফুল ইসলাম।  বক্তারা বক্তব্যে কলেজের সাফল্য কামনা করেন ও জরাজীর্ণ কলেজের উন্নয়নে অনুদান প্রদানের আশ্বাস দেন। 

জানা গেছে, এবারের এস.এস.সি পরিক্ষায় উপজেলায় ২য় স্থান অধিকার করেছেন। অনুষ্ঠান শেষে কলেজের প্রতিষ্ঠাতা হরমুজ আলী সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।

পাঠকের মন্তব্য