সরকারি রাজেন্দ্র কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন 

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহরস্থ শাখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। একই সাথে কলেজের নিজস্ব মোবাইল অ্যাপ উদ্বোধন, উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আরএফআইডি কার্ড বিতরণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের পাঠ ও মূল্যায়ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৮ মার্চ শনিবার দুপুরে কলেজটির শহর ক্যাম্পাসে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, সম্পাদক শিক্ষক পরিষদ, সরকারি রাজেন্দ্র কলেজ, প্রফেসর মোহাম্মদ শহিদুল ইসলাম, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান। এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

   


পাঠকের মন্তব্য