বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী

‘জনগণ বিএনপি-জামায়াতকে ক্ষমতায় চায় না’

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ কখনই বিএনপি-জামায়াতকে ক্ষমতায় চায় না। বোমাবাজি, গুলি, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি, অর্থ আত্মসাৎকারী, এতিমের টাকা আত্মসাৎকারীরা কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) মানুষের কাছে বার বার মিথ্যা বলে সেই মিথ্যাকেই সত্য করতে চায়। তাদের আমলে খাদ্যের জন্য হাহাকার পড়েছে, বিদ্যুৎ চাইতে গিয়ে গুলিতে প্রাণহানি ঘটেছে। ন্যায্য মজুরি দাবি করায় পবিত্র রমজান মাসে ২৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করেছেন খালেদা জিয়া। ১৮ জন কৃষক সার চেয়েছিলেন বলে তাদের হত্যা করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে এখন সারের সংকট নেই। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। গ্রাম পর্যায়ে সুপেয় পানি ও স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করেছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ ধরনের ওষুধ দিচ্ছি, কমিউনিটি ক্লিনিক থেকে দরিদ্র ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

‘মানুষ ভালো থাকলে বিএনপি-জামায়াতিদের মনে কষ্ট হয়, উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, মনে রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন এবং তিনিই এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। কাজেই তার বাংলাদেশে কোনো মানুষ অন্ন কষ্ট পাবে না, গৃহহীন থাকবে না, শিক্ষার আলোবঞ্চিত থাকবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সভায় প্রারম্ভিক বক্তৃতা করেন।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি যথাক্রমে শেখ বজলুর রহমান ও আবু আহমেদ মান্নাফী সভায় বক্তৃতা করেন। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম সভা সঞ্চালনা করেন।

এছাড়া পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বাড়ানোর জন্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করে পারস্পরিক স্বার্থে রবিবার ভারতের কাছে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়া ফাউন্ডেশন রাম মাধব প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব দেন।

   


পাঠকের মন্তব্য