ফরিদপুরে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী
ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট আগামী ২২ মার্চ বুধবার জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
তারই ধারাবাহিকতায় ফরিদপুর সদর উপজেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৫ টি ভূমিহীন ও গৃহহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে।
১ম পর্যায়ে ফরিদপুর সদর উপজেলার অনুকূলে বরাদ্দকৃত ৩১২ টি এবং ২য় পর্যায়ে ১৫৩ টি ৩য় পর্যায়ে ১ম ধাপে ৪১ টি ২য় ধাপে ১০০টিসহ সর্বমোট ৬০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ইতোপূর্বে ০২ শতাংশ খাস জমির কবুলিয়ত, নামজারি খতিয়ান, ডিসিআর এবং সনদ প্রদান করা হয়েছে। ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ খাস জমির কবুলিয়ত, নামজারি খতিয়ান, ডিসিআর এবং সনদ আগামী ২২ মার্চ তারিখে বুঝিয়ে দেয়া হবে।
২১ মার্চ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় তিনি আরও জানান, ৩য় পর্যায়ের অবশিষ্ট সম্পন্নকৃত ১২৫টি গৃহ নির্মাণ সাইটগুলো হচ্ছে খলিলপুর-১৫, চক ভবানীপুর-২১, কাউখোলা-৪৩, চতর-১৬, হাটগোবিন্দপুর-৩০ ভূমি ও গৃহের পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো লিমিটেড এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের সহায়তায় প্রকল্প সাইটে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। উপকারভোগীদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে সরকার উপকারভোগীদের জন্য বিনামূল্যে পানি ও বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন এবং ইতোমধ্যে তারা তা বাস্তবায়ন করেছেন।
প্রেস ব্রিফিং এ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সিনিয়র সাংবাদিক পান্না বালাসহ ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য