পাইকগাছায় সড়কে দুর্ঘটনারোধে প্রশাসনের তৎপরতা শুরু 

পাইকগাছায় সড়কে দুর্ঘটনারোধে প্রশাসনের তৎপরতা শুরু 

পাইকগাছায় সড়কে দুর্ঘটনারোধে প্রশাসনের তৎপরতা শুরু 

পাইকগাছায় সড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। 

এমাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা অনুযায়ী শনিবার দুপুরে থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম ও এফএম মোস্তাফিজুর  উপজেলা কোর্ট সংলগ্ন ইজিবাইক ষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানের ইজিবাইক ও ইঞ্জিন ভ্যান চালকদের সাধে মতবিনিময় করেছেন। 

উল্লেখ্য, এ মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অভিজ্ঞতার বর্ননা দিয়ে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে সরকারি কর্মকর্তাসহ কমিটি সদস্যরা দুর্ঘটনা রোধে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যানের উচ্চ ক্ষমতা সম্পন্ন সাদা রংয়ের এলইটি লাইট ব্যবহার বন্ধ করে সাধারণ লাইট ব্যবহার ও গাড়ীর গতি নিয়ন্ত্রণ, ভ্যানের পিছনের ২টি চাকায় লাইটযুক্ত করা, যেখানে-সেখানে পারকিং ও যাত্রী উঠা-নামা' না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পুলিশ কাজ শুরু করেছেন। 

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনা রোধে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান চালকদের প্রতি এসব নিয়ম মেনে গাড়ী চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখিত নিয়মসহ বিপদ এড়াতে ইজিবাইকের ডান পাশ দিয়ে যেন যাত্রী উঠা-নামা না করে করে সে বিষয়ে চালক ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কেউ বিধিনিষেধ অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান একর্মকর্তা। 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এক প্রশ্নের উত্তরে বলেন, আসলে আইন করে শতভাগ সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। যদি না আমরা সবাই এব্যাপারে সচেতন হই, ট্রাফিক বা সড়ক আইন মেনে না চলি। তিনি সড়কে দুর্ঘটনা এড়াতে  ট্রাফিক আইন মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ হতে বলেছেন।

   


পাঠকের মন্তব্য