উখিয়ায় পাহাড়ের মাটিভর্তি ডাম্পার জব্দ 

উখিয়ায় পাহাড়ের মাটিভর্তি ডাম্পার জব্দ 

উখিয়ায় পাহাড়ের মাটিভর্তি ডাম্পার জব্দ 

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করেছে দক্ষিণ বনবিভাগ। গতকাল রোববার গভীর রাতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়ার আমির আলির পাহাড় হতে মাটি কর্তনকালে ডাম্পার গাড়িটি আটক করা হয়।

স্থানীয় সূত্রে, রাজাপালং ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়ার আমির আলির পাহাড়ে মোস্তাক, রোস্তম ও নাসিরের নেতৃত্বে একটি সিন্ডিকেট একাধিক ডাম্পার গাড়ি নিয়ে রাতের আধারে গত দুই মাস ধরে পাহাড় কর্তন করে মাটি পাচার করে আসছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বনবিভাগ। ওই সময় মাটি কর্তনকালে ডাম্পার একটি গাড়ি আটক করা হয়ছে।

অভিযানে অংশ নিয়ে সহযোগীতা করেন,উখিয়া সদর বিট কর্মকর্তা মো:সাজ্জাদুজ্জামান, ওয়ালাপালং বিট কর্মকর্তা এমদাদুল হাসান সহ অন্যান্য বিটের স্টাফগন উপস্থিত ছিলেন। 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা, গাজী মোহাম্মদ  শফিউল আলম বলেন, পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে,জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। জব্দকৃত ডাম্পারসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

   


পাঠকের মন্তব্য