তারাকান্দায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কমিটি গঠন 

সভাপতি মাজেদুল হক : সাধারণ সম্পাদক ফাহিম

সভাপতি মাজেদুল হক : সাধারণ সম্পাদক ফাহিম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কমিটি গঠন করা হয়েছে। 

জানা গেছে,গত (২৬মার্চ) ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারদীন রহমান তালহা এর স্বাক্ষরিত কমিটি সূত্রে জানা গেছে মোঃ মাজেদুল হক আকন্দ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মোঃ আজিজুল ইসলাম ফাহিমকে সাধারণা সম্পাদক এবং আজহারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটি পেয়ে নেতৃবৃন্দ জানান, আগামীদিনে আন্দোলন সংগ্রামে (ফুলপুর-তারাকান্দা) আসেন নেতা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার করেন। 

পাঠকের মন্তব্য