ফরিদপুরে কৃষকের মাঝে বিনামুল্যে ধান বীজ ও সার বিতরণ

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন

২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ ২০২৩-২৪ মৌসুমে ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ১৬০০ কৃষকের মাঝে বিনামুল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে

২৯ মার্চ বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করেন। এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফশি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জহির রায়হান, কোতোয়ালি থানার ওসি (অপারেশন) মোঃ আব্দুল গফফারসহ কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি বলেন, কৃষকদের উন্নয়নে সরকারের ব্যপক কর্মসূচি রয়েছে। বিন্যমুল্যে বিভিন্ন ফসলের বীজ, সার বিতরণ এ কর্মসূচির গুরুত্বপূর্ণ একটি অংশ। ধান গবেষণা ইন্সটিটিউট গবেষণা করে আউশ ধানের এ জাতটি উদ্ভাবন করেছে। এ ধান চাষে তেমন কষ্ট করতে হয় না। আপনারা এ বীজ নিয়ে এর যথাযথ ব্যবহার করবেন। করোনা মহামারির সময় সবকিছু বন্ধ থাকলেও কৃষি কাজ কিন্তু বন্ধ রাখার সুযোগ ছিলো না। কৃষকেরা ভালো থাকলেই দেশ ভালো থাকবে। দেশের অর্থনীতিও চাঙ্গা থাকবে। কৃষকদের যে কোন সহযোগীতায় কৃষি কর্মকর্তাগণ ছাড়াও আমরা আপনাদের পাশে আছি।

   


পাঠকের মন্তব্য