মসজিদ-মন্দিরে ১০লক্ষ টাকা দিলেন মেয়র আনিছুর রহমান

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমা
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মসজিদ-মন্দিরসহ ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক চলমান কাজের জন্য ১০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
পৌরসভার রাজস্ব তহবিল হতে বরাদ্দকৃত ৯লাখ ৭৩ হাজার ২৫২ টাকা গতকাল বুধবার বিকেলে পৌরসভা কার্যালয়ে জামে মসজিদ-মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। কালিকাপুর পুরাতন মসজিদের মেঝে ঢালাইকরণ ওমরপুর বাসস্ট্যান্ড বাজার মসজিদের মেঝে ঢালাইকরণ, গুন্দইল দূর্গা মন্দিরের প্রাচীর নির্মাণকরণ কাজ, নামুইট মধ্যপাড়া মসজিদের মেঝে ঢালাইকরণ, নামুইট হাজীপাড়া কবরস্থানের গেট নির্মাণ, মাঝগ্রাম পুরাতন সাব-রেজিস্ট্রি অফিসের মসজিদের মেঝে ঢালাইকরণ, মাঝগ্রাম কবরস্থানের মাটি ভরাটের কাজ, কচুগাড়ী ঈদগাহ মাঠের আংশিক প্রাচীর নির্মাণকরণ কাজ, মড়াগাড়ী মসজিদের মেঝে ঢালাইকরণ এবং ডাকনী মাতা মন্দিরের প্রাচীর নির্মাণকরণ কাজে এ টাকা ব্যয় হবে।
বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলাম, কাউন্সিলর সাইফুল ইসলাম,শাহিরুল ইসলাম, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য