কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার(৩০মার্চ) বেলা ১২টায় পৌর সদরের বাজারে আকষ্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। 

পবিত্র মাহে রমজানে পৌর সদরের বাজার মনিটরিংকালে ভাগ্যকুল মিস্টান্ন ভান্ডারে অপরিস্কার-অপরিচ্ছন্ন সহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শিব প্রসাদ ঘোষকে ৫হাজার টাকা ও কলা ব্যবসায়ী মাজেদুল ইসলামকে ২হাজার টাকা জরিমানা করা হয়। 

আদালতকে সহায়তা করেন-উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল রানা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, থানার এএসআই সেলিম, বেঞ্চ সহকারী বেনজির হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস পৌর সদরের ফল, শাক সবজি, মাছ, মাংস, মুদি দোকান সহ বিভিন্ন দোকান মনিটরিং করে বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, দ্রব্যে যাতে কোন ভেজাল মিশ্রিত না করে, মূল্য সামগ্রীর দাম দোকানে টাঙ্গিয়ে রাখা, ভেজাল কোন জিনিসের দাম ও ওজনে যাতে প্রতারিত না হয় সেজন্য নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

তিনি আরো বলেন, রমজান মাসের পরও বাজার মনিটরিং এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

   


পাঠকের মন্তব্য