বগুড়ার নন্দীগ্রামে যুবকের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে আবু তাহের (২২)
বগুড়ার নন্দীগ্রামে আবু তাহের (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, বগুড়া নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়ার টিউবওয়েল মিস্ত্রি বাদশা মিয়ার ছেলে আবু তাহের (২২) শনিবার দিবাগত রাতে ঘরে ঘুমাতে যায়।
সকাল সাড়ে ৭টার দিকে টিউবওয়েল কাজের কয়েকজন শ্রমিক তাঁকে ডাক দিয়ে সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুঁলছিলো যুবকের মরদেহ।
পরে পুলিশকে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মন্তব্য