সংসদে ডেপুটি স্পিকার পদ দাবী করলেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

জাতীয় সংসদের বিরোধীদলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, প্রধামন্ত্রীকে আমরা বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার দেবার দাবি জানিয়েছিলাম। উনি বলেছিলেন ভেবে দেখবেন। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, আমি আজও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রয়োজনে একটি নতুন ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি করে সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের পদটি দিতে হবে। পৃথিবীতে অনেক দেশে এ নিয়ম রয়েছে।

এসময় তিনি সংবিধানের ৭০ ধারা পর্যালোচনার সময় এসেছে বলেও মন্তব্য করে এধারা তিনটি বিষয় ছাড়া দলীয় এমপিদের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটাধিকারের দাবি জানান। একই সাথে সংসদীয় কমিটিতে সুপারিশ মন্ত্রণালয় বাস্তবায়ন না করলে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। একই সাথে তথ্য প্রযুক্তির অপব্যাহার হচ্ছে বলেও জানান তিনি। আজ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী অধিবেশনে ভাষনে তিনি এসব কথা বলেন। 

   


পাঠকের মন্তব্য