পাইকগাছায় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত 

পাইকগাছায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

পাইকগাছায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

পাইকগাছায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের পূর্ব মুহুর্তে নির্বাচন স্থগিতের খবর পাওয়া যায়। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।  

জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন ২২-২৩ উপলক্ষে সারা দেশের ন্যায় পাইকগাছায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়। আগামী ২০ মে -২৩ তারিখে কমান্ডার ও ডেপুটি কমান্ডার সহ ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। ১০ এপ্রিল ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। সমঝোতা না হওয়ায় শেষ মুহুর্তে দু'টি প্যানেল থেকে স্থানীয় রিটারিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর দপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।  

সুত্র জানায়, দুটি প্যানেলের মধ্যে  কমান্ডার পদে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও ডেপুটি কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান  আঃ রাজ্জাক মলঙ্গী'র নেতৃত্বে একটি প্যানেল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে কমান্ডার পদে সংসদের সাবেক কমান্ডার ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও ডেপুটি কমান্ডার পদে আঃ মান্নান মিস্ত্রী'র নেতৃত্বে ১১ সদস্যের প্যানেল ভোটের মাঠে নেমে গণসংযোগ শুরু করেন।  সর্বশেষ ১০ এপ্রিল  মনোনয়নপত্র দাখিলের পূর্ব মুহুর্তে নির্বাচন স্থগিত করা হলো। 

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২২-২৩ রিটার্নিং অফিসার ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের অতিঃ সচিব রঞ্জিত কুমার দাস স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে নির্বাচন স্থগিত করন ৯ এপ্রিল-২৩ তারিখে অনুষ্ঠিত ৮ম সভায় সিদ্ধান্তক্রমে অনিবার্য কারণ বশত নির্বাচন স্থগিতের করা হলো।  এ সংবাদে মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছুটা স্বস্তি'র খবর পাওয়া গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন  মুক্তিযোদ্ধা বলেন, নির্বাচন হলে বিভেদ বাড়ে ও সম্পর্কের অবনতি ঘটে। তাই আমরা অনেকেই  আশা করেছিলাম, আলোচনা করে সংসদ গঠন করা হোক। 

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এ প্রতিনিধিকে বলেন, যেহেতু নির্বাচন স্থগিত করা হয়েছে সে কারনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী ঘোষনা মতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

   


পাঠকের মন্তব্য