অনিয়মই লক্ষীরচর ইউনিয়ন ভুমি অফিসের নিয়ম 

অনিয়মই লক্ষীরচর ইউনিয়ন ভুমি অফিসের নিয়ম 

অনিয়মই লক্ষীরচর ইউনিয়ন ভুমি অফিসের নিয়ম 

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের ভূমি অফিস চলছে সরকারের নিয়ম ভঙ্গ করে। সেখানে অনিয়মই নিয়মে পরিনত হয়েছে ভুমি উপ সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলামের নির্দেশে। সরকারের নিয়ম অনুযায়ী পবিত্র রমজান মাসে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। কিন্তু লক্ষীরচর ইউনিয়ন ভূমি অফিস খোলা হয় সকাল ১১টার পর। অফিস শেষ হয় ২টার মধ্যে। 

গতকাল সরেজমিনে লক্ষীরচর ইউনিয়ন ভূমি অফিসে যাওয়া হলে দেখা যায় সকাল ১১টা বাজলেও অফিস খোলা হয়নি। উপস্থিত হয়নি ভূমি অফিসের কেউ। ছবি তোলার পর সেখানে উপস্থিত হন ভূমি উপ সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলাম। তাকে অফিস বন্ধ কেন জিজ্ঞাসা করা হলে তিনি জানান সে জবাব আপনাকে দিতে হবে না। 

আপনি যা পারেন তা লিখেন। স্থানীয়রা বলেন লক্ষীরচর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উপ সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলাম যোগদান করার পর থেকে তার ইচ্ছেমতো অফিস চালিয়ে আসছেন। কখনও সকাল ১১টায় কখনও বা দুপুর ১টার পর অফিসে উপস্থিত হন। তার কারনে হয়রানীর স্বীকার হন সেবা নিতে আসা স্থানীয় ব্যক্তিরা। 

শুধু তাই নয় একটি খারিজ করার জন্য যেখানে সরকারের নিয়ম অনুযায়ী ১২০০ টাকা প্রয়োজন সেখানে তাকে দিতে হয় ৫ থেকে ৬ হাজার টাকা। এছাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হলেও সেখানে দেখেও দেখেন না তিনি। অবৈধ বালু উত্তোলন স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন আমরা যা কিছু করি ভূমি অফিস মেনেজ করে করি। 

   


পাঠকের মন্তব্য