পাইকগাছায় মুজিবনগর দিবস উদযাপন অনুষ্ঠিত

চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত দুটি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু , ওসি মোঃ রফিকুল ইসলাম।
এসময়ে উপজেলার বিভিন্ন সমস্যাবলী ও প্রতিকার নিয়ে বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন,অধ্যক্ষ মোঃ আজাহার আলী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, আঃ মান্নান গাজী, আঃ ছালাম কেরু, আওয়ামীলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভাদ্বয় আয়োজন করেন উপজেলা প্রশাসন।
পাঠকের মন্তব্য