যাকাত-সাদাকার অর্থ দিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান  

কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিঃ জি এম মাহবুবুল আলম

কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিঃ জি এম মাহবুবুল আলম

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাইকগাছায় অসহায় দুস্থদের মাঝে যাকাত হিসেবে অর্থ সহায়তাকালে খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিঃ জি এম মাহবুবুল আলম বলেছেন, আসুন যাকাত - সাদাকার অর্থ দিয়ে অসহায় দুস্থদের পাশে দাঁড়াই। বাড়িয়ে দিন আপনার মানবতার হাত।  যার যার সাধ্যমত এগিয়ে আসুন। 

মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী শেখ হাসিনার এবছর রোজার আগেই ইফতার পার্টি না করে ইফতারের টাকা দিয়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছিলেন। তারই ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সামর্থ্য অনুযায়ী পাইকগাছা-কয়রা'র উপকূলবর্তী অসহায় দুস্থ মানুষদের আর্থিক সহায়তা করছি মাত্র। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে, ভবিষ্যতে ও থাকবে। তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আর্থিক সহায়তা প্রদান কালে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিঃ জি এম মাহবুবুল আলম এসব কথা বলেন। 

এসময়ে অন্যান্যদের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল,পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক, এম মোসলেম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা বিজনবিহারী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, লস্কর ইউনিয়ন সদস্য সচিব বিভূতি ভূষণ সানা, বিবেকানন্দ ধর, ভূধর বিশ্বাস, শিক্ষক রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম রাবু, ইয়াসমিন আরাফাত আক্কাস, কয়রা উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজমীর হোসেন, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়মিন সরদার, ছাত্রলীগনেতা মোঃ আল আমিন ইসলাম, হরষিত সহ সাংবাদিক ও অন্যান্য দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য