গোয়ালন্দের দৌলতদিয়ায় প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত 

ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল

ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে দেবগ্রাম ইউনিয়নের পাশে অবস্থিত তেনাপঁচা আশ্রায়ন প্রকল্পের মাঠে এ প্রীতি ম‍্যাচ অনুষ্ঠিত হয়। এসময় খেলোয়াড়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, যুবকদের মধ্যে উৎসাহ বাড়াতে এবং দুদলের মধ্যে পুরস্কার তুলে দিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক কর্মকর্তা আবজাল হোসেন লাল, এলাকার সমাজকর্মী মাহবুব আলম, হাবিবুর রহমান মুরাদ, হাসান মন্ডল, রফিক বেপারী প্রমুখ।

ফ্রেন্ডস ক্লাব বড় দল ও ছোট দলের এ প্রীতি ম‍্যাচে খেলার শেষ বাঁশি পর্যন্ত ফ্রেন্ডস ক্লাব বড় দল ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব ছোট দলকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। প্রীতি ম‍্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক, প্রধান কোচ এবং গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আলমগীর হোসেন (ফুটবলার আলম)।

আয়োজন কমিটির ফয়জুল ইসলাম সোহাগ, মোহাম্মদ আলী নিশাত, আসাদুল মোল্লা, মো. ফয়সাল, আজমীর হোসেন, আশরাফুল ইসলাম অপু, ইব্রাহিম মন্ডল বলেন, আমাদের এলাকার অনেক বড় ভাই জীবিকার কারণে এলাকার বাইরে থাকেন। বছরে দুটি ঈদে সবাই বাড়িতে চলে আসেন। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং যুবকদের বিভিন্ন নেশা, মোবাইল গেইম, ইন্টারনেট ব‍্যবহার থেকে দূরে রেখে মাঠে ফেরাতেই আমাদের এমন উদ্যোগ গ্রহণ করা। আমরা প্রতিদিন সকলকে নিয়ে মাঠে খেলাধুলা করে থাকি তবে ঈদের মধ্যে এরকম ব‍্যতীক্রম আয়োজনের উদ্যোগ নিয়েছি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, যুবকদের এরকম আয়োজনে আমি মুগ্ধ। এ আয়োজনের মধ্যে দিয়ে এলাকার অনেকের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালোই লাগছে। এরকম চমৎকার একটি আয়োজন করার জন‍্য কমিটির সকলকে তিনি ধন‍্যবাদ দেন।

   


পাঠকের মন্তব্য