মেয়র পদে মনোনয়নপত্র নিলেন জাহাঙ্গীর ও তার মা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার বিকাল ৩টার দিকে তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. মোখলেছুর রহমান। 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তিন জন প্রার্থী। তারা হলেন গাজীপুর মহানগরীর কানাইয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের শামসুল ইসলামের মেয়ে জায়েদা খাতুন ও ধীরাশ্রম এলাকার ইউসুফ আলীর ছেলে অলিউর রহমান। তাদের মধ্যে জায়েদা খাতুন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের মা।

বৃহস্পতিবার তিনি নিজে ও তার মা দুজনেরও মনোনয়ন ফরম জমা দেয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এদিকে, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণফ্রন্টসহ বেশ কয়েকজন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও বিএনপির কেউ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। গত ২৬ এপ্রিল পর্যন্ত মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৪০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী আগামীকাল পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন প্রার্থীরা। 

   


পাঠকের মন্তব্য