সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

উপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ

উপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে বেলকা ইউনিয়ন পরিষদ মাঠে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড অফিসার শেখ আছানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আবু রায়হান তারা, আব্দুল মালেক মিয়া, জহুরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য ফিরোজা বেগম, আরডিআরএসের সঙ্গ প্রকল্পের সুপারভাইজার হারুন অর রশিদ, এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মুন্নী বেগম প্রমুখ।

পরে ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য সূধীজনের উপস্থিতিতে ইউপি সচিব মো. আলতাফ হোসেন ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এতে ২ কোটি ৫৪ লক্ষ ৬৬ হাজার ৬০ টাকা সম্ভব্য আয় ও ২ কোটি ৫৪ লক্ষ ১৬ হাজার ৬০ টাকা ব্যয় ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।

পাঠকের মন্তব্য