রংপুরের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জানকী ধাপের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি
রংপুর জেলার সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকী ধাপের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ০২ মে ২০২৩ খ্রিঃ সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পযর্ন্ত ভোট গ্রহণ করা হয়।
উক্ত নির্বাচনে ৪১৯ জন ভোটারের মধ্যে ৩৭০টি ভোট গ্রহণ হয়। তার মধ্যে দুইটি ভোট বাতিল করা হয়। এবং একটি করে ভোটার মোট ৪ করে ভোট প্রদান করতে পারবে। মোঃ মনতাজুর রহমান ২১৭ টি ভোট পেয়ে, মোঃ হাসানুর রশিদ ২০২ টি ভোট পেয়ে, মোঃ আব্দুল জব্বার আলী ১৮৪ টি ভোট পেয়ে ও মোঃ ইউনুচ আলী ১৭৯ টি ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। অপর দিকে মোঃ আনিচুর রহমান ১৩৮ টি ভোট এবং মোঃ জাহাঙ্গীর আলম ১৬১ টি ভোট পেয়ে পরাজিত হন। রিনা বেগম বিনা প্রতিন্দিতায় বিজয়ী লাভ করেন।
জানকী ধাপের হাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস মিয়া বলেন, আমাদের বিদ্যালয়টি ১৯৯৪ সালে স্থাপিত হয় এবং ২৯ বছর পর এই প্রথম নির্বাচন। নির্বাচনে ভোট সুষ্ঠ ভাবে গ্রহণ হয়ে। আমার ৬জন প্রার্থীর মধ্যে ৪ জন বিজয় হয়েছে তাদের নিয়েই আমরা কিভাবে একটি মডেল স্কুলে রুপান্তর করা যায় আমারা সেই চেষ্ঠাই করব।
রংপুর সদর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জানকী ধাপের হাট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনি প্রিজাটিং কর্মকর্তা মোঃ এস আর ফারুক বলেন, আমি জানকী ধাপের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে নির্বাচনি প্রিজাটিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। এখানে সুষ্ঠ ভাবে গ্রহণ হয়েছে। ভোটার সংখ্যা ছিল ৪১৯ জন ভোট গ্রহল হয়েছে ৩৭০ টি এর মধ্য ২ ভোট বািিলত হয় এবং ৩৬৮ টি ভোট সঠিক হয়েছে।
পাঠকের মন্তব্য