শ্যামপুর সুগার মিলস্ বন্ধের কারনে ব্যবসায়ীদের দুর্দশা

শ্যামপুর সুগার মিলস লিঃ
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নে অবস্থিত শ্যামপুর সুগার মিলস লিঃ। এই প্রতিষ্ঠানটি ঘিরে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হয়েছিল। আর শ্যামপুরের হাট-বাজার গুলো ছিল জমজমাট। আর গেলো বছরের মার্চ মাসে লাভের মুখ দেখতে না পেরে বন্ধ হয়ে যায় শ্যামপুর সুগার মিলস্।
কর্মহীন হয়ে পড়ে এলাকার কয়েক শতাধীক যুবকসহ পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ প্রায়।
শ্যামপুর রেল ষ্টেশনবাজের কাপর ব্যবসায়ী বাবু বলেন, এই শ্যাপুর শিল্পনগরী ছিল। ছিল মানুষের আনাগোনা আমাদের ব্যবসাও চল জমজমাট। কিন্তু বর্তমানে শ্যামপুর সুগার মিলস্ বন্ধ হয়ে আমাদের ব্যবসাও বন্ধ হয়ে যাওয়ার মত। কারণ শ্যামপুর সুগার মিলস্ বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের বেচাকেনা ও লাভও কমে গেছে। তিনি আরো বলেন, আমি বলে না শুধু, আমরা সকল ব্যবসায়ীরাই এখন ঋণগ্রস্থ হয়ে গেছি। বাপ দাদার ব্যবসা বা কারো কারো পুরোন ব্যবসা তাই ঋণ করে হলেও ধরে আছি। আমরা দাবি করছি শ্রমিক বাচাতে ও আমাদের বাচাতে শ্যামপুর সুগার মিলস্ চালুর দাবী করছি।
বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, শুধু ব্যবসায়ীরা নয় আখচাষী সহ সবাই আর্থিক সংকটে মুখ থুবরে পরেছে। তাই আমরা সরকার ও সংশ্লিষ্টদের কাছে দাবি করছি আমাদের শ্যামপুর সুগার মিলস্ পুনুরায় চালু করে আখচাষী ও সকল পেশার সহ শ্রমজীবিদের বাচানোর জন্য দাবী করছি।
পাঠকের মন্তব্য