সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 আঃ রহমান (১) নামে শিশু

আঃ রহমান (১) নামে শিশু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ আদর্শপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আঃ রহমান (১) নামে শিশুর মৃত্যু হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে আঃ রহমানের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন স্বজনরা। খবর পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জুলহাস মিয়া সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। শিশু আঃ রহমান ঐ গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান সরকার, থানা পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সেরাজুল ইসলাম পৃথক পৃথকভাবে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। 

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন

পাঠকের মন্তব্য