মন্দিরের জায়গা নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত ১০; গ্রেফতার ৭

মন্দিরের জায়গা নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত ১০; গ্রেফতার ৭

মন্দিরের জায়গা নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত ১০; গ্রেফতার ৭

পাইকগাছায় রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দির কমিটির জায়গা ও কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষরা হামলা করে ১০ জনকে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮ টায় উপজেলার রাড়ুলী গ্রামে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। ওই রাতেই থানায় মামলা হলে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দিরের জায়গা ও কমিটি নিয়ে  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 

এ নিয়ে গত ৫ জুন সুমিত্রা সরকার বাদী হয়ে প্রতিপক্ষ শিবপদ (৫৫), শেখর চন্দ্র (৪৫) ও অজিত সরকারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং-২৪৯। সন্ধ্যায় বাড়িতে ফিরার পথে প্রতিপক্ষরা ১৪ /১৫ জন দা, সাবল, লোহার রড নিয়ে ক্ষিপ্ত হয়ে সাধারণ ডায়রী কেন করেছিস সুমিত্রা সরকারে নিকট জানতে চায়। 

এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে শিবপদ (৫৪), শেখর চন্দ্র সরকার (৪৫), চিত্ত সরকার (৩৫), হরিচাঁদের নেতৃত্বে ১৪/১৫ জন দা দিয়ে কুপিয়ে ৯ জনকে আহত করে। আহতরা হলেন, বিধান চন্দ্র মন্ডল (৫৫), রাজু মন্ডল (১৯), কাত্তিক চন্দ্র বৈরাগী (৫৫), প্রশান্ত মন্ডল (৪৫), ৫২ গনেশ মন্ডল (৩৫), তপতী (৪০), সুমিত্রা সরকার (৪৫), নিলিমা মন্ডল (৩২), বৈশাখী সরকার (২০), কৌশিক (১৬)। গুরুতর ভাবে জখমী বিধান সরকার ও রাজু মন্ডলকে খুলনার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত কার্ত্তিক বৈরাগী, তপতী, বৈশাখী সরকার ও  প্রশান্ত মন্ডল খুমেক হাসপাতালে চিকিৎসা চলছে এবং বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানা গেছে। প্রতিপক্ষ শিবপদ জানান, আমরা তাদের মারপিট করেনি। 

প্রতিপক্ষরা আমাদের পিটিয়ে ৩ জনকে আহত করেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। দক্ষিণ রাড়ুলীতে  সার্বজনীন মন্দির নিয়ে দু'পক্ষের দ্বন্দ্ব ও পুকুরের পাশ দিয়ে সরকারী অর্থায়নে চলাচলের রাস্তা নির্মাণে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে দা লাঠি শাবল নিয়ে আক্রমন করে প্রতিপক্ষদের আহত করে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

   


পাঠকের মন্তব্য