২৪ ঘণ্টার মধ্যে টমটমের ভাড়া পুন:নির্ধারন করার দাবী 

হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ

হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ

হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রচারপত্র বিলি এবং পথসভায় এই ঘোষনা দেন সংগঠনের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল পথসভা শেষে যাত্রী কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা প্রশাসকের ইশরাত জাহানের নিকট তাদের তৈরি ভাড়ার চার্ট এবং তিনটি রোডে টমটম নিয়ন্ত্রনের পরিকল্পনা পেশ করেন নেতৃবৃন্দ। 

খুব শীঘ্রই টমটমের সমস্যা সমাধান করার আশ্বাস দেন হবিগঞ্জের জেলা প্রশাসক।যাত্রী কল্যাণের পক্ষ থেক্ টমটম ভাড়া উঠানামা ৫ টাকা করাসহ চৌধুরী বাজার থেকে সরাসরি যারা শায়েস্তনগর যাবে তারা ১০ টাকা দিবে, আবার চৌধুরীবাজার থেকে বাসষ্টেশন যারা সরাসরি যাবে তারা ১০ টাকা দিবে এবং চৌধুরী বাজার থেকে যারা পোদ্দার বাড়ি যারা যাবে তারা ১৫ টাকা দিবে এভাবে ব্যাক রোড, বাইপাস রোডের ভাড়া নির্ধারন করে প্রস্তাব দেওয়া হয় এবং রাস্তার যানজট নিরসনে, লোডশেডিং থেকে মুক্তি পেতে মেইন রোড, ব্যাক রোড এবং বাইপাস রোডে লাল, সবুজ, সাদা কালারে তিনশত করে গাড়ি চলাচলের সুযোগ দেওয়া এবং নয়শতের উপরে বাকি টমটমগুলো শহরের বাহিরে সুযোগ করে দেওয়া এবং ড্রাইভারদের লাল, সবুজ, সাদা কালারের শার্ট পরিহিত আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে বলে লিখিত আকারে ফর্মুলা তুলে ধরেন যাত্রী কল্যাণ পরিষদ।তারপর তারা হবিগঞ্জ পৌরসভার মেয়রের বরাবরে একটি স্মারকলিপি দেন, মেয়র এবং সচিবকে না পেয়ে অফিসে জমা দেন বলে জানান সংগঠনের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল।

গতকাল রবিবার সকাল ১০ ঘটিকার সময় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম হেলালুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বশিরুল আলম কাউছার, মো: আলমগীর রেজা, শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা এডভোকেট সমিতির নির্বাচিত সিনিয়র সদস্য এডভোকেট মোঃ ফয়সল আহমেদ চৌধুরী,সায়েস্তানগরের বিশিষ্ট মুরব্বী আলী হাসান, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার সভাপতি আব্দুল কাদির কাজল, যাত্রী কল্যান পরিষদের সহসভাপতি দেওয়ান ঝুটন, সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান মিয়া, মুহিনুল ইমরান, অর্থ সম্পাদক আফজল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত রাসেল, ধুমপান মাদক ও দূর্নীতি বিরোধী ফাউন্ডেশন এর আহবায়ক মিজানুর রহমান, নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের উপদেষ্টা আব্দুল হান্নান সুফল, সহসভাপতি দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকা জেলা প্রতিনিধি শাহ্ মোঃ মামুনুর রহমান, সাংবাদিক মোঃ আক্তার হোসেন,  সাংবাদিক মোঃ তানভীর হোসেন, নিমছায়া ব্যবসায়ী কমিটির মোঃ আক্তার তালুকদার, আর ডি হল যুব সংঘের আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী, আদর্শ সমাজ কল্যান সংগঠনের হোসাইন আহমেদ, সাধারণ যাত্রী সাংবাদিক সেলিম আহমেদ, শিক্ষক আব্দুস সাত্তার, এহসানুল হক কাওছার, সৈয়দ রানা,সেলিম খান,, হাফেজ রেজাউল করিম, প্রমুখ।

   


পাঠকের মন্তব্য