কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন৷ সোমবার কলকাতার একটি হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

সমরেশ মজুমদারের পরিবারের বরাত দিয়ে বাতিঘরের প্রকাশক দীপঙ্কর দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর৷ ‘উত্তরাধিকার', ‘কালপুরুষ', ‘কালবেলা'সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক তিনি৷  

কলকাতার আনন্দবাজার পত্রিকা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে লিখেছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ এর পর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে৷ আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল৷ হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা' (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে৷

পাঠকের মন্তব্য