নতুন ২টি খেলার মাঠ পেল বেরোবি শিক্ষার্থীরা 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট, ফুটবল খেলার আলাদা আলাদা মাঠসহ সর্বমোট ৩টি খেলার মাঠ পেলো শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীদের জন্য পূর্বে মাত্র একটি মাঠ থাকলেও বর্তমানে নষ্ট হয়ে যাওয়া একটি খেলার মাঠ সংস্কার, কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কার করে এবং নতুন একটি খেলার মাঠ তৈরী করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

নতুন করে তৈরিকৃত মাঠটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উত্তরে তৈরি করা হয়েছে। তাছাড়া খেলার অনুপযোগী ভিসি বাড়ির সামনের মাঠটি সংস্কার করে নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে এবং কেন্দ্রীয় খেলার মাঠটিও নতুন রুপে তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।নতুন মাঠটি তৈরির পর গত ১০শে মে শিক্ষার্থীদের খেলার জন্য উন্মুক্ত করে দেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী।

জানা গেছে, ইদুল ফিতরের ৩৩ দিনের দীর্ঘ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ সংস্কার ও নতুন মাঠের কার্যক্রম গ্রহণ করে এবং সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাঠ তৈরি শেষে ইদের ছুটির পর তা শিক্ষার্থীদের খেলার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

সরেজমিনে মাঠ পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, ২নং গেইটের কাছে মাঠটির পাশে ক্রিকেটের নেটে প্রাক্টিস করছে অনেকে ও মাঠে চলছে ক্রিকেট ম্যাচ এবং ক্যাফেটেরিয়ার সামনের নতুন মাঠে চলছে ফুটবল খেলা। নতুন করে ২টি মাঠসহ মোট ৩টি মাঠ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বেরোবি শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, আমাদের বহুদিনের দাবি ছিল ক্যাম্পাসে নতুন মাঠ তৈরি ও পুরাতন মাঠের সংস্কার হোক। অবশেষে ইদের ছুটির পরপরই এমন সুবিশাল ও সুন্দর মাঠ পেয়ে সত্যিই আমরা আনন্দিত।এখন আর আগের মত মাঠের জন্য বিড়ম্বনায় পড়তে হবে না।বিভাগ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক টুর্নামেন্টের জন্যও দিনের পর দিন মাঠের অপেক্ষায় থাকতে হবে না।

তারা আরো জানান, আগে অনুশীলন বা প্রস্তুতিমূলক কোনো ধরনের ম্যাচ খেলার সুযোগ হতো না এখন এই সমস্যাটা অনেকটাই নিরসন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন, পূর্বে খেলার জন্য মাঠ দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার মারামারি, হাতাহাতি হয়েছে। নতুন মাঠ তৈরির ফলে এধরণের সমস্যা গুলো আর থাকবেনা আশা করি।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ বলেন, খেলার মাঠ দখল নিয়ে আমাদের মাঝে যে ধরণের প্রতিযোগিতা এতোদিন চলে এসেছে,সকালে খেলার জন্য রাতে স্টাম্প লাগিয়ে যেতে হতো, আর বিকেলের জন্য সকালেই ধরতে হতো মাঠ। নতুন করে মাঠ হওয়ার এধরণের বিড়ম্বনায় আর থাকতে হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তাভাবনা ক্রিকেট ও ফুটবলের জন্য আলাদা করে মাঠ তৈরি করা হয়েছে। বর্তমানে নতুন করে তৈরীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে ও ক্যাফেটেরিয়ার সামনে  মাঠটি ও ভিসি বাড়ির সামনের মাঠটি ফুটবল খেলার উপযোগী করে তৈরি করা হয়েছে।

এর আগে বলেছিলাম তিনটি মাঠ পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের এবং বর্তমানে প্রশাসন শিক্ষার্থীদের তিনটি মাঠই করে দিয়েছে।নতুন মাঠগুলো তৈরির ফলে আশা রাখি শিক্ষার্থীরা তাদের ক্রীড়াদক্ষতাকে এগিয়ে নিয়ে যাবে।

   


পাঠকের মন্তব্য