তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট

তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত কোনও প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ঝুলে আছে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ভাগ্য। প্রাপ্ত ফল এবং বিশ্লেষকদের মতে, রানঅফ বা দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে নির্বাচন। ফলে গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ফের প্রেসিডেন্ট হতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়।
এবারের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসব পরিস্থিতি তুরস্কজুড়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন পর্যন্ত এরদোয়ান ৫০ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ। প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচদারোগলুও এই সংখ্যা স্পর্শ করতে পারেননি।
পাঠকের মন্তব্য