বিএনপি কর্মীদের হামলায় আহত ছাত্রলীগ নেতা কাজী রাব্বি

গুরুতর আহত কাজী রাব্বি

গুরুতর আহত কাজী রাব্বি

পটুয়াখালীতে আওয়ামীলীগ-বিএনপি'র নেতাকর্মীদের সংঘর্ষে কাজী রাব্বি নামে এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছে। এ অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার পায়ে গুরুতর জখম হয়েছে।যার ফলে জখমের স্থানে তিনটি সেলাই লেগেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২০ মে (শনিবার) বিএনপির শান্তি সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালী'র বনানী মোড়ে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ  হয়। এ ঘটনায় পুলিশ,সাংবাদিকসহ প্রায় ৫০ জন আহত হয়।আহতদের মধ্যে একজন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য  কাজী রাব্বি।

কাজী রাব্বি বলেন, হামলার পাল্টা জবাব দিতে গিয়ে হঠাৎ ই বিএনপি কর্মীদের নিক্ষেপ করা ইট-পাটকেল আমার পায়ে এসে লাগে। এতে আমার পা থেতলিয়ে যায়। এছাড়াও তারা আমাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এমতাবস্থায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে ছাত্রলীগের সহযোদ্ধারা আমাকে তাৎক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই।

ইতিমধ্যে আহত ছাত্রলীগ নেতা রাব্বিকে দেখার জন্য হাসপাতালে ছুটে এসেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর,যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার,পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২০ মে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালবেলা শহরের বনানীর মোড়ে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। একই সময়ে ওই স্থান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় হঠাৎ দুই পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় একে অপরের ওপরে হামলা চালায়। এতে আহত হয় অন্তত ৫০ জন। এ সময় লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

   


পাঠকের মন্তব্য