সোনাবাড়ীয়াবিদ্যালয়ে ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা

সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়

সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়

কলারোয়ায় দিনব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪মে) সকালে উপজেলা সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় নতুন কারিকুলাম-২০২৩ এর বিস্তরণ বিষয়ে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন-সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। কর্মশালা শেষে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু বলেন-তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিদ্যালয়ের বারান্দায় দাড়িয়ে বুধবার বিদ্যালয়ের রুমে ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনে উপস্থিত হওয়ার জন্য কয়েকজন শিক্ষকদের জানাচ্ছিলেন। 

ঠিক তখন কেউ ওই শিক্ষককে হয়রাণী করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করে বলেন যে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে হলরুমে ফোন নিয়ে কথা বলছেন। 

তিনি আরো বলেন যে, নতুন কারিকুলাম-২০২৩ এর বিস্তরণ বিষয়ে ইন-হাউজ প্রশিক্ষণ প্রতিটি শিক্ষকের প্রয়োজন রয়েছে।

   


পাঠকের মন্তব্য