ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনা

ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা আলম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৫ মে দুপুর ১২ টায়  উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরের তল নামক স্থানে দুর্ঘটনার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,আজ সকাল ১১ টার দিকে মুদির দোকানের মাল করার জন্য আরডিআরএস বাজার থেকে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন বাদশা,কিন্তু ফুলবাড়ী পৌঁছার আগে খেজুরের তল নামক জায়গায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায়  থাকা খড়ের সাথে পিছলে  ঘটনাস্থলে বাদশা আলম গুরুতর অসুস্থ  হন,পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। 

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেন।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সারোওয়ার পারভেজ জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মন্তব্য