গাজীপুর সিটিতে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন


আজমত উল্লা খান (নৌকা)-১৬৩৩৭৮, জায়েদা খাতুন (ঘড়ি)-১৮০৮৭৮

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা) জায়েদা খাতুন।

অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট নিয়ে অত্যন্ত সন্তুষ্ট নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। ভোট দানের হার ৫০ ভাগের নিচে হবে না বলেও জানান তিনি।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচনের ফলের জন্য অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। একই জল্পনা কল্পনায় নগরজুড়ে; কে হচ্ছেন গাজীপুর সিটির তৃতীয় মেয়র ?

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।

নির্বাচনের মেয়র প্রার্থীরা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান, টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সর্বশেষ আপডেট নিউজ লিঙ্ক 

   


পাঠকের মন্তব্য