বেরোবি শিক্ষার্থীদের উপর হামলা; ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতার ও বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২০২২শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী আল আমিন ও ফয়সালসহ ৪ জন গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে,শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন ও ফয়সাল  রংপুরের মডার্ন মোড় থেকে লেগুনায় বাড়ি ফেরার জন্য লেগুনায় উঠলে লেগুনার ড্রাইভার ও হেলপার ভাড়া অতিরিক্ত চাওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা তৈরী হয় পরে একপর্যায়ে সেই লেগুনার ড্রাইভার, হেলপার ও আশেপাশের বেশকিছু টোকাইসহ তাদের উপর রড, চেইন, শিকল নিয়ে হামলা চালায় এবং মারধর করেন।হামলার শিকার হয়ে আল আমিন ও ফয়সাল অজ্ঞান হয় এবং আরো দুইজন আহত হলে তাদের আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।পরে তাদের সহপাঠী, সিনিয়রসহ সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট এ হামলার দ্রুত বিচার ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায়।

তবে এ ঘটনার কয়েকঘন্টা পেরোলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক কোনো ধরনের পদক্ষেপ না নেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সংলগ্ন মহাসড়ক অবরোধ ও দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করেন।পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস নিয়ে রা সাড়ে দশটার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, কিছুদিন পরপরই শিক্ষার্থীদের উপর হামলা হয় এবং এসকল হামলায় শিক্ষার্থীরা কোনো ধরনের বিচার কিংবা প্রশাসনের সহায়তা পায়না।বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা না নেয়ায় কয়েকদিন পর পর বহিরাগত কর্তৃক ক্যাম্পাসে ও বাইরে হামলার শিকার হয়। প্রশাসনের এমন উদাসীনতার জন্যই তারা শিক্ষার্থীদের উপর হামলার দুঃসাহস পায় বলে জানান তারা।

এ হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাখাওয়াত বলেন, বারবার শিক্ষার্থীদের উপর এমন হামলার ঘটনার শিক্ষার্থীরা সত্যিই ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।দ্রুত এই হামলার বিচার না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে।আমরা দ্রুত এর বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন,আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহফুজ বলেন, কিছুদিন পরপর সাধারণ শিক্ষার্থীদের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ হামলার বিচারের দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে আমরা আশাবাদী। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবার হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশাবাদী। 

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল হক  বলেন,শিক্ষার্থীদের উপর এমন হামলার ঘটনা অত্যন্ত নিন্দাজনক ও ঘৃণ্য অপরাধ। যেই শিক্ষার্থীদের পড়ার টেবিলে থাকার কথা তারা আজ বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে।আমরা আশা রাখছি প্রশাসনের দেয়া আগামী ২৪ ঘন্টার মধ্যেই উপযুক্ত বিচার পাবো না হলে আবার শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করব।এমন হামলার ঘটনাকে প্রশ্রয় দিলে শিক্ষার্থীরা বারংবার হামলার শিকার হবে।দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

পাঠকের মন্তব্য