ওআইসি মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা

মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। 

আজ সোমবার সকালে কক্সবাজারে পৌছে সেখান থেকে উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে যান তিনি।রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ওআইসি মহাসচিব ব্র্যাকের ইয়ুৎ সেন্টার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমগুলো পরিদর্শন করেন। শরণার্থী বিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও আইএনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন তিনি। 

ওআইসি প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে জোরদার ছিল এপিবিএনের কড়া নিরাপত্তা ব্যবস্থা।

বিকালে ঢাকায় ফিরে যাবেন আফ্রিকান রাষ্ট্র চাদের এই নাগরিক। 

এর আগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেন ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।

   


পাঠকের মন্তব্য