জামালপুরে রাস্তা-দোকানপাট বন্ধ করে আ'লীগ নেতার নির্বাচনী সভা 

মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল

মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল

জামালপুর ৪ (সরিষাবাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল রোববার রাতে চলাচলের তিনটি রাস্তা ও বাজারের দোকানপাট বন্ধ করে নির্বাচনী সভা করেছেন। 

এ ঘটনায় ব্যবসায়ী, এলাকাবাসী, পথচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার বঙ্গবন্ধু মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রহমান হেলাল ওই সভায় প্রধান অতিথি ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিদের একজন।

সভার আয়োজন উপলক্ষে রোববার দুপুর হতে মঞ্চ সাজানো এবং বিকাল হতে চেয়ার বসানোর কাজ চলে। সভায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর এবং টাঙ্গাইল জেলার ধনবাড়িসহ বিভিন্ন এলাকা হতে লোকজন আনা হয়। বিকাল থেকেই বঙ্গবন্ধু মোড় থেকে তিনদিকের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে। সন্ধ্যা হতে বন্ধ হয় শিমলা বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। মোড়ে মঞ্চ করার কারনে ৮-১০টি হকারের খোলা দোকানও উঠিয়ে দেয় হেলাল সমর্থকরা।

ব্যবসা ও যান চলাচল বন্ধ হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী সাংবাদিকদের জানিয়েছেন।

ব্যবসায়ী আফসার উদ্দিন জানান, হেলাল সাহেবের নির্বাচনী সভার জন্য দোকান বন্ধ করার নির্দেশ দেয়। এই বাজারে রাত সাড়ে ১১টা পর্যন্ত ব্যবসা চলে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বাজারটিতে সবচেয়ে বেশি বেচাকেনা হয়। মাগরিবের আজানের আগেই সবাই দোকান বন্ধ করে দেওয়ায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন। সন্ধ্যার আগেই বাজার বন্ধ করায় অনেক ব্যবসায়ীর কাঁচামাল পচে নষ্ট হয়েছে।

অটোচালক চাঁন মিয়া জানান, বাউসি থেকে চারজন লোক তুলেছিলাম শুয়াকৈর নতুন বাজারে নেওয়ার জন্য। শিমলা বাজারের মধ্যে সভা বসায় যাত্রী এখানেই নামিয়ে দেই। নিদিষ্টস্থানে পৌছাতে না পারায় ভাড়া না দিয়েই চলে গেছে যাত্রীরা।

অভিযোগের ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হেলাল সাংবাদিকদের বলেন, বণিক সমিতি আয়োজিত অনুষ্ঠান শুরু হয় মাগরিবের পর। বাইপাস রোড থাকায় মানুষের চলাচলে কোন সমস্যা হয়নি। সেখানে অনেক আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠান করা হয় বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

   


পাঠকের মন্তব্য