ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

পরিষদের প্যানেল চেয়ারম্যান জমসেদ আলী

পরিষদের প্যানেল চেয়ারম্যান জমসেদ আলী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ নং শিমুলবাড়ি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে  লক্ষ  হাজার  শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ৩১ মে সকাল ১২ টায় টায় শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জমসেদ আলী। 

উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জমসেদ আলী এর সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া,  উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুল, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বালা, ইউপি সদস্য ইছা হক ,ক্যাশিয়ার জবা নারী সার্কেল,মৌসুমি খাতুন সহ: সভাপতি প্রয়াস ইয়ুথ গ্রুপ।

এ সময় ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

২'নং শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেটে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব হিসাব প্রাপ্ত আয় ৩৪ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা, উন্নয়ন আয় ২ কোটি ৩৬ লক্ষ ৮৪ হাজার ৮০ টাকা, উন্নয়ন ব্যয় ২ কোটি ৩৪ লক্ষ ৮৮ হাজার ২৮০টাকা, সার্বিক উদ্বৃত্ত ১ লক্ষ ৯৫ হাজার ৮০০ টাকা।

উন্মুক্ত বাজেট  সভায়  বক্তব্যে  বাজেট নিয়ে বিভিন্ন বিষয়ের তথ্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব বেলার হোসেন। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে যুব ও যুবারা নারী বান্ধব বাজেট প্রনয়নে তাদের দাবীদাবা তুলে ধরেন। এই উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানটিতে সহযোগিতা করেন ওমেন ইনিশিয়াটিভ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ,ফুলবাড়ী, কুড়িগ্রাম।

   


পাঠকের মন্তব্য