লালমনিরহাটে হাত বাড়ালেই মিলছে মাদক জুয়ার আসর 

সদর উপজেলা মহেন্দ্রনগর ও কুলাঘাট ইউনিয়ন

সদর উপজেলা মহেন্দ্রনগর ও কুলাঘাট ইউনিয়ন

লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ও কুলাঘাট ইউনিয়নে হাত বাড়ালেই মিলছে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য।এছাড়া যত্রতত্র চলছে জমজমাট জুয়ার আসর।

পুলিশ প্রশাসন এসব দেখেও না দেখার ভান করে চলছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ও কুলাঘাট ইউনিয়ন হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে গাঁজা, ভাং, দেশীয় চোলাই মদসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য দেদারছে বিক্রি করছে।

সদর উপজেলায় মহেন্দ্রনগর ও কুলাঘাট ইউনিয়নে ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ  বেশ কয়েকটি স্থানে প্রকাশ্যে বসে জমজমাট জুয়া ও মাদকের আসর। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দূর দূরান্ত থেকে ওই এলাকাগুলোতে জুয়া ও মাদকের আসরে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ আমোদ ফূর্তি করতে আসে।

এসবের ফাঁদে পড়ে অনেকেই টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে যায়। এলাকাবাসীর অভিযোগ, উপজেলাসহ পৌর সদরের কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। এদিকে জুয়া ও মাদকের কারণে দিন দিন বেড়েই চলেছে পারিবারিক সহিংসতা ও কলহ। বেড়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও।

খেলতে আসা বেশিরভাগই নিন্ম আয়ের মানুষ। দূর দূরান্ত থেকে বিত্তশালী বহিরাগতদের নিয়ে দিন-রাত লক্ষ লক্ষ  টাকার বাঁজি ধরে তাসের আড্ডা বসিয়ে চলছে বাণিজ্য। সেই সাথে চলছে মাদকসেবনের মহা উৎসব। ইদানিং দেখা যাচ্ছে এই তাসের বোর্ডের আসর গুলোতে নামি-দামি মোটরসাইকেল নিয়ে যুবকদের আনাগোনা আগের চেয়ে অনেক বেশি। গভীর রাত পর্যন্ত এ আড্ডা দেখা যাচ্ছে।

এসবের কারণে এলাকার চুরি ছিনতাই মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কার্যক্রম বেড়েই চলছে। এমনভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে। এ জুয়ার কারনে পারিবারিক ভাবে বহু পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছে। 

এবিষয় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল বলেন, আমি মাদক ও জুযার বিরুদ্ধে থানায় অবগত করেছিলাম  কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ কঠোরভাবে নিচ্ছেন না পুলিশ প্রশাসন। কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন না। 

সদর থানার অফিসার ইনচার্জ  এরশাদুল আলম বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে  কঠোর ভাবে অভিযান অব্যাহত রয়েছে। 

এবিষয় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) আলমগীর রহমান বলেন মাদকের জুয়ার বিরুদ্ধে অভিযান চলছে, বিশেষ করে কুলাঘাট ইউনিয়ন আমাদের টিম অভিযান চালাচ্ছ, আমরা আরো কঠোর ভাবে ডিবি টিমসহ মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। 

 

   


পাঠকের মন্তব্য