সদর উপজেলায় নাগরিক গণতান্ত্রিক অধিকার নিয়ে সংলাপ

আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইন্টিনের উদ্যোগে রংপুর

আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইন্টিনের উদ্যোগে রংপুর

আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইন্টিনের উদ্যোগে রংপুর সদর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ৩১ শে মে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক ও সিভিল সোসাইটির সদস্যদের নিয়ে নাগরিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন পেশার ২২জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন আর্টিকেল নাইন্টিন এর বাংলাদেশ ও সাউথ এশিয়ার সহকারী প্রোগ্রাম অফিসার আয়শা আক্তার আফরি। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা হিসেবে আর্টিকেল নাইন্টিন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মানবাধিকার, বাকস্বাধীনতা ও তথ্য অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। 

এছাড়াও জেস প্রকল্পের মাধ্যমে কর্মজীবনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে তৃণম‚ল পর্যায়ে কাজ করছে তারা। যেখানে তারা আগামীতে ইতিবাচক পরিবেশে সুষ্ঠু সাংবাদিতার মাধ্যমে উন্নয়নের স্বপ্ন দেখছে। আর্টিকেল- নাইন্টিন এটি লন্ডনভিত্তিক সংগঠন। গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে আসলে তা নিয়ে প্রচার-প্রচারণা ও দেনদরবার করে আর্টিকেল-নাইন্টিন। 

এ ছাড়া তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে, গবেষণা করে ও সেগুলো প্রকাশ করে। পেশাগত কারণে নিজেদের বা পরিবারের সদস্যদের জীবন হুমকির মুখে আছে, এমন সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার জন্য প্রচার চালায় আর্টিকেল নাইন্টিন। 

সংলাপে ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা ও মত প্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী দাবি করে এ আইনটি বাতিলের দাবি করেন সাংবাদিকরা। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সংলাপটির আয়োজন করে ‘মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘আর্টিকল নাইনটিন’। 

সংলাপে অংশ গ্রহণ করেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী, সিনিয়র সহ-সভাপতি মামুন রশিদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খোকন, সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন, যুগ্ন-সাধারণ সম্পাদক হাসান আল সাকিব, হামিদুর রহমান লিমন, রকি আহমেদ, মোস্তাফিজার রহমান, মজহারুল মাবুদ জুয়েল, মোঃ আলাউদ্দিন, সাদেকুল ইসলাম রাজু, রিয়াজ, তোফায়েল, শাহিন আলম, স্বাধীনসহ অনেকে।

   


পাঠকের মন্তব্য