কক্সবাজারে ২০ হাজার ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক-২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের দুটি পৃথক অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পহেলা ১ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্বাবধানে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, পরিদর্শক জীবন বড়ুয়া'র নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের পিএমখালীর ৫নং ওয়ার্ডস্হ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর পার্শ্বে আরিফ শপিং কমপ্লেক্সের সামনে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামি মোঃ মন্জুর আলম রামুর গর্জনিয়া ৩নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার ওমর আলীর পুত্র।
তিনি আরও জানান,একইদিন উখিয়া পালংখালীর ৫নং ওয়ার্ডের জামতলী বাজারের সিকদার হোটেলের সামনে থেকে ইয়াবাসহ একজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রোহিঙ্গা নুর ইসলাম (৫৫) জামতলী ক্যাম্পের ১৫নং ব্লকের মৃত নজু মিয়ার ছেলে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়ছে বলে নিশ্চিত করেছেন উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন।
পাঠকের মন্তব্য