রামুতে দেশীয় অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ আটক- ৩

কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম
কক্সবাজারের রামুতে দেশীয় ১টি এলজি ও ৮০ রাউন্ড গুলি এবং নাম্বার বিহীন ১টি মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ ই জুন) দুপুর ১২.৪৫ মিনিটের সময় কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম এর নির্দেশনায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজানুর রহমান এর নেতৃত্বে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন ও ঈদগড় পুলিশ ফাঁড়ির (আইসি) এস আই ফয়েজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রামুর ঈদগড়ের ছগিরাকাটা তুলাতুলি ফরেস্ট অফিস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন আটক করে।
এ সময় আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও ৮০ রাউন্ড গুলি, নাম্বার বিহীন ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়ছে।
আটককৃতরা হলেন, কচ্চপিয়া ইউনিয়নের ১ নং ওর্য়াড়ের গিলাতলী এলাকার মৃত মোঃ ইসালামের ছেলে আবু নয়ন প্রকাশ সোনা মিয়া(৪৫), একই ইউনিনের গিলাতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে আবদুল হাকিম ( ৪২)গর্জনীয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬ নং ওয়ার্ডের ওসমানের ছেলে মিজানুর রহমান (২৬)।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র সহ ৩ জনকে আটক করা হয়ছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য