ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার

"প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে" এই শ্লোগান নিয়ে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে আজ সকাল ৯.৪৫ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হলে এসে শেষ হয়।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এমদাদ হুসাইন, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, প্রফেসর মোঃ শাহজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার এবং সঞ্চালনা করেন সহকারি কমিশনার দ্বীপ জন মিত্র। 

আলোচনা সভায় বক্তারা প্লাস্টিক পণ্যের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন প্লাস্টিক পণ্য পঁচে না এবং এর মাধ্যমে পরিবেশের নানা ধরনের বিপর্যয় ঘটে। তাই পরিবেশ রক্ষায় সকলকে এক হয়ে কাজ করতে হবে। প্লাস্টিক পন্যের ক্ষতি থেকে বাঁচতে বিকল্প জিনিস ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন সকলে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া ফরিদপুরের কুমার নদকে দূষণ মুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করা হয়। আগামী ১৭ জুন কুমার নদকে দূষণমুক্ত ও কচুরিপানা মুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

আলোচনা সভা শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিশুকিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার হিসেবে আম গাছের চাড়া বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

   


পাঠকের মন্তব্য