বেরোবিতে সেভ দ্যা ন্যাচারের বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও পরিবেশবাদী সংগঠন 'সেভ দ্যা ন্যাচার।

সোমবার ((৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নানা ধরণের গাছ লাগান।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছায়া, কাঠ ও ভেষজগুণ সম্পন্ন বিভিন্ন গাছ লাগায় এই সংগঠনটির কর্মীরা।

গাছ লাগানো কর্মসূচীর পরে সংগঠনটির নেতৃবৃন্দরা কর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষার্থে গাছের ভূমিকা ও বৃক্ষরোপনের উপকারীতা সম্পর্কে আলোচনা করেন এবং  সাধারণের মাঝে জনসচেতনতা তৈরীর কথা বলেন।

সেভ দ্যা ন্যাচার সংগঠনের সভাপতি এমরান চৌধুরী আকাশ বলেন, সভ্যতার অগ্রগতি সাধনের সাথে আমরা অনেক কিছু উপহার পেয়েছি কিন্তু আমাদের বিবেচনার অভাবে সেই উপহারগুলো পরিণত হয়ে যাচ্ছে অভিশাপে। এবারের বিশ্ব পরিবেশ দিবসে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনপি) প্লাস্টিক দূষণ প্রতিরোধের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। 

তিনি আরো বলেন, প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ফেলার ফলে আমরা প্রতিনিয়ত কমিয়ে ফেলছি আমাদের উর্বর কৃষি জমির সংখ্যা। ফলে, কৃষিপ্রধান হিসেবে দেশে তুলনার চেয়ে কম ফসল উৎপাদন হচ্ছে প্রতিবছরে। প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার করতে হবে এবং পরিবেশের রক্ষার্থে বৃক্ষরোপ ও জনসচেতনতা তৈরী করতে হবে। 

সংগঠনটির সাধারণ সম্পাদক শয়ন কুমার সাহা বলেন,একুশ শতকের বৈশ্বিক সমস্যা গুলোর মধ্যে অন্যতম বিশ্ব পরিবেশগত বিপর্যয়। যার নেতিবাচক প্রভাব পড়েছে পৃথিবীর সকল অঞ্চলে।

তিনি বলেন,জন্মের পর মায়ের কোলের মত আমাদের বেড়ে উঠা  প্রকৃতিতে। আর প্রকৃতির ওপর আমাদের যত অবহেলা, উদাসীনতা। আমাদের চারপাশের পরিবেশ বাকশক্তিহীন হলেও তার যত্ন আর পরিচর্যার প্রয়োজন অপরিহার্য। আমরা যেমন আমাদের ঘরকে নোংরা দেখতে পছন্দ করি না গুছিয়ে রাখি, তেমনি বাইরের পরিবেশটাকেও সেভাবে গুছিয়ে রাখা উচিত। শুধুমাত্র সভা- সেমিনার, নির্দিষ্ট কোনো দিবসে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচারের গন্ডি থেকে বেরিয়ে এসে আমাদের উচিত সর্বদা পরিবেশ রক্ষায় নিজেকে সচেতন করে তোলা।

   


পাঠকের মন্তব্য