কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার খুটাখালী র পাহাড়ী জঙ্গল

চকরিয়া উপজেলার খুটাখালী র পাহাড়ী জঙ্গল

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী র পাহাড়ী জঙ্গল থেকে প্রায় ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জুন)  বিকেল ৫টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লম্বাতলীর পানির আগা নামক বনভূমির জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্হানীয় মেম্বার নুর মোহাম্মদ পেঠান বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করেছেন বলে জানান প্রতিবেদককে।

সরেজমিনে গেলে দেখা য়ায়,খুটাখালীর লম্বাতলীর পানির আগা নামক জঙ্গলে পাহাড়ে ঢালুকে চিত করে পড়ে আছে অজ্ঞাত প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ।লাশের গায়ে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি।

মেম্বারের দেওয়া সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, ওসি তদন্ত আব্দুল জব্বার, অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার, এসআই মোঃফারুক সহ ৪/৫জনের পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্হিত হয় লাশটি উদ্ধার করেন।উদ্ধারের পূর্বে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।

এবিষয়ে চকরিয়া অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্হানীয় মেম্বারের দেওয়া সংবাদের ভিত্তিতে খুটাখালীর পাহাড়ী জঙ্গল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশটি উদ্ধার করি। লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তাই থানার এসআই ফারুকের নেতৃত্বে অজ্ঞাত লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।খুটাখালী থেকে যাওয়ার পূর্বে বিপিআই পুলিশ লাশটি শনাক্তের জন্য আঙ্গুলের চাপ নিয়ে গেছেন বলে জানান।

পাঠকের মন্তব্য