লস্করে সংরক্ষিত ইউপি সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ

লস্কর পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিবাদ সভা

লস্কর পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিবাদ সভা

পাইকগাছায় এক ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় ঐ অভিযোগকারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও ৩ জন ইউপি সদস্যের বিরুদ্ধে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত ইউপি সদস্য অরুনা বেগম। এছাড়া তিনি বিভিন্ন লোকের নামে বিভিন্ন সময় অভিযোগ করেন। যা তার অভ্যাসে পরিনত হয়েছে। যার প্রতিবাদে বুধবার সকালে লস্কর পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিভিন্ন লোকের কাছ থেকে কার্ড করে দেয়ার নামে অর্থ আদায়, মাসিক সভায় হাজির না থাকায় তার বিরুদ্ধে রেজুলেশন লিখিত হয়েছে। 

সভায় বক্তৃতা করেন ন, ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন, টিএম হাসানুজ্জামান, তাজউদ্দীন আহম্মেদ, শরিফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম, প্রেমানন্দ সানা, অরবিন্দ কুমার মন্ডল, দীলিপ কুমার মন্ডল, মর্জিনা বেগম ও অঞ্জলি ঢালী। সংরক্ষিত মহিলা সদস্য অরুনা বেগম যদি অনিম, দুর্নীতি বন্ধ না করেন ও পর পর তিনটি সভায় উপস্থিত না থাকেন তাহলে পরিষদ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।

   


পাঠকের মন্তব্য