রাজবাড়ী ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে "প্রতিপাদকে সামনে রেখে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের গত ২ দিনের শ্বাসরুদ্ধকর পৃথক পৃথক অভিযানে ১৩২৫ পিস ইয়াবা ও ৫ শত গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
"মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে" প্রতিপাদকে শুধু স্লোগানই নয় বাস্তবে বাস্তবায়নের লক্ষ্যে ও রাজবাড়ী জেলা হতে মাদক নামক ভয়াল থাবা হতে বর্তমান ও আগামী প্রজন্মকে মাদক মুক্ত করবার জন্য রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
গত ৬ ও ৭ই জুন-২৩ মঙ্গলবার ও বুধবার রাজবাড়ী সদর, গোয়ালন্দ ঘাট থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ১.সদর থানার জৌকুড়া গ্রামের মৃত নজর গায়ানের ছেলে মোঃ নিকবর গায়ান (৪৪), ২. সদর থানার বাঘমারা দক্ষিণ পাড়া গ্রামের মোঃ মুছা মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৩), ৩. সদর থানার মাটিপাড়া ইউনিয়নের রায়নগর গ্রামের মোঃ খোয়াজ মল্লিকের ছেলে মোঃ রহমান মল্লিক (২০), ৪. গোয়ালন্দ ঘাট থানার উজানচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত চাদাই শেখের ছেলে মোঃ ইলিয়াস শেখ (২৫)।
গত ৬ই জুন ১নং আসামির নিকট হতে ৫শত গ্রাম গাঁজা ও ১৩ পিচ ইয়াবা, ৪ নং আসামির নিকট হতে ৩০০ পিচ ইয়াবা ও ৭ই জুন ২ ও ৩ নং আসামিদের নিকট হতে ১০১২ পিচসহ আসামিদের হেফাজতে থাকা সর্বমোট ৫০০ গ্রাম গঁজা ও ১৩২৫ পিচ ইয়াবা জদ্ব করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান জানান, আমরা রাজবাড়ীতে মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছি এবং তা বাস্তবায়নে বদ্ধপরিকর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে আমাদের এ অভিযান সর্বদা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
পাঠকের মন্তব্য