টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিয়ার জব্দ

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের (বিসিজি) স্টেশন
টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা নাফনদীর হেচ্ছারখাল পয়েন্টে অভিযান চালিয়ে ১১৮২ ক্যান বিয়ার জব্দ করেছে।
সুত্র জানায়, ৮ জুন ভোর ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের (বিসিজি) স্টেশন টেকনাফের একটি টহলদল নাফ নদীর হোচ্ছার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ নদী থেকে তাদের থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা নদীতে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে লোকালয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০টি বস্তা উদ্ধার করে। তা বিসিজি ষ্টেশনে নিয়ে গণনা করে ১হাজার ১শ ৮২ ক্যান বিয়ার পাওয়া যায়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে
পাঠকের মন্তব্য