কুড়িগ্রামে শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে সমাবেশ 

স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

কুড়িগ্রামে ৫ম শ্রেণির শিক্ষার্থী সীমিত রায় দীপ্তকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের বেলগাছা কালিরহাট বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- বেলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, নিহতের পিতা মানিক চন্দ্র বর্মন সহ স্থানীয় এলাকাবাসী। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখতে যায় সীমিত ও তার বড় ভাই। সিমিতকে অনুষ্ঠানস্থলে রেখে বাড়িতে ফেরে তার বড় ভাই। পরে অনুষ্ঠান থেকে ফেরার পথে সীমিতের সাথে অভিযুক্ত ১৬ বছর বয়সের কিশোর দুর্জয় চন্দ্র অধিকারীর কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সিমিতকে শ্বাসরোধ করে হত্যা করে ওই কিশোর।

পরে তাদের একটি পরিত্যাক্ত ঘরেরে পেছনের একটি গর্তে সীমিতের মরদেহ পুতে রাখার চেষ্টা করে। অনুষ্ঠান শেষে সিমিত বাড়িতে না ফিরলে স্বজনরা তার খোঁজে বের হয়। পরে অভিযুক্ত কিশোরের বাবা প্রদীপ চন্দ্র তাদের পরিত্যাক্ত ঘরের পেছনের একটি গর্তে সিমিতের মরদেহ দেখিয়ে দেন। ঘটনায় অভিযুক্ত কিশোর সীমিতকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ এসে অভিযুক্ত কিশোর দুর্জয় চন্দ্র অধিকারীকে গ্রেফতার করে। 

   


পাঠকের মন্তব্য