ইতিহাসে এই দিন

  • ১০৫৮ সালের এই দিনে পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জের মৃত্যু।
  • ১১১৮ সালের এই দিনে গ্রিক বাইজানটাইন সম্রাট ম্যানুয়েল কমনেনাসের জন্ম।
  • ১৫২০ সালের এই দিনে প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।
  • ১৬৬০ সালের এই দিনে ইংল্যান্ডে রয়াল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৬৭৬ সালের এই দিনে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পন্ডিচেরি বন্দর ফরাশিরা দখল করে নেয়।
  • ১৭৫৭ সালের এই দিনে ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেকের জন্ম।
  • ১৮১৪ সালের এই দিনে কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।
  • ১৮১৪ সালের এই দিনে লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।
  • ১৮২০ সালের এই দিনে সমাজতাত্তি্বক ফ্রেডরিখ এঙ্গেলসের জন্ম।
  • ১৮২১ সালের এই দিনে পানাম স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৯৪ সালের এই দিনে রসায়নবিদ ড. পুলিন বিহারী সরকারের জন্ম।
  • ১৯১২ সালের এই দিনে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৩১ সালের এই দিনে শিশু সাহিত্যিক ও সাংবাদিক গোলাম রহমানের জন্ম।
  • ১৯৩২ সালের এই দিনে অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষের (দানীবাবু) মৃত্যু।
  • ১৯৪৩ সালের এই দিনে বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর, কার্টুনিস্ট রফিকুন নবী জন্মগ্রহন করেন ।
  • ১৯৫৪ সালের এই দিনে ইতালীয় পদার্থবিদ এনরিকো ফের্মি মৃত্যুবরণ করেন ।
  • ১৯৬০ সালের এই দিনে মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৬২ সালের এই দিনে সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দের মৃত্যু।
  • ১৯৭১ সালের এই দিনে ইরানের তিনটি দ্বীপ আবু মুসা,তাম্বে বোযোর্গ,তাম্বে কুচাক থেকে বৃটিশ দখলদার সেনারা চলে যাবার পর ইরান ঐ তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।
  • ১৯৯৯ সালের এই দিনে জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের ইন্তেকাল।
  •    


    পাঠকের মন্তব্য